বিশ্বকাপে মেসির গোল সংখ্যা কয়টি?

বিশ্বে যত ফুটবলারদের নিয়ে আলোচনা হয়, লিওনেল মেসি তার মধ্যে সবচেয়ে এগিয়ে। বাংলাদেশে থাকা মেসির কোটি কোটি ভক্তের মেসি সম্পর্কে অনেক তথ্য অজানা রয়েছে। যেমন- তার পুরো ক্যারিয়ারে মোট গোলের সংখ্যা কত? 

মেসিকে ফুটবলের জাদুকর হিসেবে বিবেচনা করা হয়। তার জন্ম ১৯৮৭ সালের ২৪ জুন, আর্জেন্টিনার রোসারিও শহরে। আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা শুরু করেছেন ২০০৫ সাল থেকে। মোট ১৬২ টি ম্যাচ খেলেছেন আর গোল করেছেন ৮৬ টি। এর আগে মেসি চারটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন। ২০০৬, ২০১০, ২০১৪ এবং ২০১৮ ফিফা বিশ্বকাপে অংশ নিয়ে মোট ১৯ টি ম্যাচ খেলে ৬ টি গোল করেছেন তিনি। 

৫ টি  বিশ্বকাপে মেসির গোল সংখ্যা কয়টি

১৭ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ খেলেন ২০০৬ সালে, যা জার্মানিতে অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল ফিফার ১৮ তম আসর। এতে ৩ টি ম্যাচ খেলে মাত্র ১ টি গোল করেছিলেন মেসি। এই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে বাদ পরেছিল আর্জেন্টিনা। 

এরপর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপের ১৯ তম আসর। এই বিশ্বকাপে মেসির পার্ফরম্যান্স ছিল যথেষ্ট হতাশাজনক। ৫ টি ম্যাচ খেলার সুযোগ পেলেও একটি গোল করতে সক্ষম হননি তিনি। 

বিশ্বকাপে মেসির গোল সংখ্যা কত

২০১৪ সালে ফিফার ২০ তম আসর বসে ব্রাজিলে। এই বিশ্বকাপ অন্যরকম ছিল আর্জেন্টিনার জন্য। অপ্রতিরোধ্য আর্জেন্টিনা সেবার ফাইনালে ওঠে। তাদের হাতছানি দিচ্ছিল ট্রফি। তবে, জার্মানির কারণে তাদের স্বপ্নভঙ্গ হয়। এই বিশ্বকাপে মেসি ৭ টি ম্যাচ খেলে ৪ টি গোল করেছিল। 

২০১৮ তে বিশ্বকাপের ২১ তম আসর বসে রাশিয়ায়। সেখানে আর্জেন্টিনা রাউন্ড অফ সিক্সটিন থেকে বাদ পরেছিল। সেবার ৪ টি ম্যাচ খেলে মাত্র ১ টি গোল করেব তিনি। 

চারটি বিশ্বকাপ খেলে ৬ টি গোল করে মাত্র একবার আর্জেন্টিনাকে ফাইনালে ওঠাতে সক্ষম হয়েছিলেন মেসি। এবার ২০২২ এর কাতার বিশ্বকাপে সহ মোট ৫ টি বিশ্বকাপ খেলা হবে তার। 

জাতীয় দলের হয়ে মেসির গোলসংখ্যাঃ 

আর্জেন্টিনার হয়ে মোট ১৬২ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৮৬ টি গোল করেছেন লিও মেসি। যেখানে কিনা মেসির চির প্রতিদ্বন্দ্বী রোনালদোর গোলসংখ্যা ১১৭ টি। তবে মেসি সেরা গোলদাতাদের একজন এবং তিনি আর্জেন্টিনাকে একবার কোপা আমেরিকা জিতিয়েছেন। 

মেসির মোট গোলসংখ্যাঃ 

ফিফা বিশ্বকাপ, ক্লাব ফুটবল, উয়েফা চ্যাম্পিয়নস লীগ সবকিছু মিলিয়ে মেসি মোট ৯৭৮ টি ম্যাচ খেলেছেন। এবং সেখানে ৬৬৯ টি গোল করেছেন তিনি। বিশ্বে আর্জেন্টিনার একমাত্র প্লেয়ার হিসেবে এটি তার রেকর্ড গোলসংখ্যা। তাছাড়াও, মেসি তার পুরো ফুটবল ক্যারিয়ারে ১৫৬ বার হ্যাট্রিক গোল করেছেন এবং ১৩৩ বার পেনাল্টি নিয়ে গোল করেছেন ১০৩ বার। ফ্রি-কিকে ৫৮ বার গোল করেছেন এই তারকা ফুটবলার। আউটসাইডে ৮১ আর ইনসাইডে ৫২৭ বার সব মিলিয়ে ৬৬৯ বার গোল করেছেন তিনি। 

২০২২ ফিফা বিশ্বকাপের কোয়ালিফাই রাউণ্ডে ১৫ টি ম্যাচ খেলে ৭ গোল করেছেন তিনি। এছাড়াও একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে ৫ টি গোল করেছেন মেসি। 

বিশ্বকাপে মেসির গোল সংখ্যা

মেসির রেকর্ডঃ 

ফুটবলের ইতিহাসে একমাত্র ফুটবলার লিওনেল মেসি যিনি মোট ৭ বার ব্যালন ডি অর জিতেছেন। তার নিচে আছেন রোনালদো, যিনি ৫ বার জিতেছেন। মেসি তার পায়ের জাদুতে মাতিয়ে রেখেছেন গোটা বিশ্বকে৷ কখনো জাতীয় দলের হয়ে আবার কখনো ক্লাবের হয়ে। তিনি ছিলেন বার্সেলোনা ক্লাবের প্রাণভোমরা। তার বেশিরভাগ অর্জন এই স্প্যানিশ ক্লাবের হয়ে। এরপর তিনি পাড়ি দেন ফরাসি ক্লাব পিএসজি-তে। সেখানে ২০২১/২২ সিজনে জিতেছেন লিগা-১ ট্রফি।

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই ২টি গোল করেন।

এই বার  কাতার বিশ্বকাপে হয়তো মেসি ভাঙবেন তার নিজের রেকর্ড আর আর্জেন্টিনাকে উপহার দেবেন তার স্বপ্নের বিশ্বকাপ। এসব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সারাবিশ্বের ফুটবলপ্রেমীরা

আরো পড়ুনঃ নেইমারের মোট গোল সংখ্যা

Leave a Comment