কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব ২০২৪

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব? প্রশ্নটির মুখোমুখি আপনাকে জীবনে একবার হলে-ও হতে হবে। কেননা, আপনার হাতে আছে স্মার্টফোন। একজন তরুণ হিসেবে আপনাকে প্রযুক্তির খুঁটিনাটি বিষয় জানা থাকতে হবে।

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব প্রশ্নের সম্মুখীন হলে আপনার জানা থাকতে হবে মোবাইলে কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করতে হয়। আপনি যদি এখনো না জেনে থাকেন, তাহলে চলুন জেনে নিই কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব। 

ধরুন আপনি গ্রাম থেকে শহরে আসছেন। হতে পারে ঢাকা কিংবা চট্টগ্রাম। বাস আপনাকে এক জায়গায় নামিয়ে দিয়ে গেল। আপনি কিছুই চিনেন না। ঢাকা শহরে আপনি একদম নতুন। কি করবেন? কেউ তো আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিবে না।

কিংবা সারা শহর ঘুরে দেখাবে না। আপনি দিনের ২৪ ঘণ্টা যার সহায়তা পাবেন, তা হলো গুগল ম্যাপ। একমাত্র গুগল ম্যাপের সাহায্যে আপনি সারা ঢাকা শহর ঘুরে দেখতে পারবেন আবার এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই যাতায়াত করতে পারবেন একা একা। 

ব্যারিস্টার সুমন এর পরিচয়

আপনি হয়তো ভাবতে পারেন গুগল ম্যাপে এসব লোকেশন কোথা থেকে এলো? নিশ্চয় কেউ একজন যুক্ত করেছে ম্যাপে। যার কারণে আপনি সহজেই সেই জায়গায় যেতে পারছেন। নয়তো আপনার পথ চিনতে সমস্যা হতো।

এবার ভাবুন, আপনার একটা দোকান আছে কিংবা আপনার কোনো অফিস বা সংস্থা কিংবা লাইব্রেরি আছে যার ঠিকানা অনেকে জানে না বা চিনে না। আপনি নিজে না গিয়ে কিভাবে তাদেরকে আপনার ঠিকানায় আনবেন? তার জন্য মূলত গুগল ম্যাপে ঠিকানা যোগ করা প্রয়োজন৷ 

গুগল ম্যাপের সাহায্যে শুধুই যে ঠিকানা দেখা যায় তা নয়; সেই ঠিকানা কত দূরত্বে অবস্থিত, সেখানে যেতে কতক্ষণ সময় লাগবে তার সাথে আর-ও দেখা যাবে সেখানে যাওয়ার কয়টা রাস্তা ও কোন মাধ্যমে যাওয়া যায়। অন্যজন কোনো একটা ঠিকানা যোগ করায় আপনি তা দেখতে পাচ্ছেন।

আপনি যদি নিজের ঠিকানা যোগ করেন, তাহলে আরেকজন তা দেখতে পাবে, সেই সাথে আপনি নিজে-ও। কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব জানতে হলে আপনাকে অবশ্যই পুরো লেখাটা পড়তে হবে। তাহলে আর দেরি না করে শুরু করি কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব তা জানতে। 

গুগল ম্যাপে ঠিকানা যোগ করতে কি কি লাগে? 

গুগল ম্যাপে ঠিকানা যোগ করতে আপনার অবশ্যই একটা স্মার্টফোন থাকতে হবে সাথে নেট কানেকশন। এছাড়াও লাগবে যে ঠিকানাটা যোগ করতে চান, তার কিছু তথ্য যেমনঃ পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার, অন্তত একটি ছবি। 

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব

গুগল ম্যাপে ঠিকানা যোগ করতে আপনার স্মার্টফোনে গুগল ম্যাপ অ্যাপস থাকতে হবে। যদি না থাকে, ডাউনলোড করে নিন। যদি থাকে তাহলে অ্যাপটি চালু করুন। তবে অবশ্যই স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট লগইন থাকতে হবে। 

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব

গুগল ম্যাপ অ্যাপস অন করলে একটা কন্ট্রিবিউশন অপশন দেখতে পাবেন। সেখানে প্লাস আইকনে ক্লিক করে অতঃপর Add Place এ ক্লিক করতে হবে। 

Add Place এ ক্লিক করার পর নামের ঘরে অফিস কিংবা যে প্রতিষ্ঠানটি যুক্ত করতে চান, তার নাম দিতে হবে। এবার নিচের ক্যাটাগরি অপশন থেকে আপনার প্রতিষ্ঠানের ক্যাটাগরি সিলেক্ট করুন। যেমনঃ দোকান হলে Store বা লাইব্রেরি হলে Library অপশন বেছে নিন। 

অতঃপর প্রতিষ্ঠানের ছবি, মোবাইল নম্বর, বন্ধ ও খোলার সময় (অফিস, লাইব্রেরি, স্কুল হলে) যুক্ত করার জন্য নিচের অপশন সিলেক্ট করে সম্পাদনা করুন। 

আর-ও বিভিন্ন প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে Save এ ক্লিক করুন। আপনার গুগল ম্যাপে ঠিকানা যোগ করা শেষ। 

ঠিকানাটি গুগল ম্যাপে যুক্ত করার জন্য Send আইকনে ক্লিক করতে হবে। এরপর একটি মেইল আসবে ই-মেইল ঠিকানায়। মেইলে বলা হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাড্রেসটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে। ২৪ ঘণ্টা সাধারণত লাগে না। 

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব জানার পর্ব শেষ।

পরবর্তীতে গুগল ম্যাপের ঠিকানা কিভাবে ভ্যারিফাইড করবো তা জানাবো। আপনি যদি এখনো আপনার অফিস ঠিকানা গুগল ম্যাপে যোগ না করে থাকেন, তাহলে কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব তা জেনে আজই আপনার ঠিকানা যোগ করুন৷ 

Leave a Comment