আমেরিকা ভিসা ক্যাটাগরি ও ভিসা পাওয়ার নিয়ম ২০২৪

আমেরিকা ভিসা ক্যাটাগরি ও যাওয়ার উপায় অনেকেই জানতে চেয়েছেন ২০২২ সালে আমেরিকা যাওয়ার উপায় সম্পর্কে আর সেখানে কোন কাজের সুযোগ আছে কিনা তা নিয়েও কৌতুহল রয়েছে অনেকের। আজকের এই আর্টিকেলে আমরা সেই সম্পর্কেই আপনাদের অবগত করতে চলেছি। 

আমেরিকা জব ভিসা ২০২৪

ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকায় জব ভিসা পাওয়া ছিল বেশ কঠিন। তবে, বাইডেন সরকার এই জব ভিসার প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ নিয়েছেন। এর উদ্দেশ্য হচ্ছে, আমেরিকার অর্থনীতিকে মজবুত করে তোলা।

বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার জন্য বিভিন্ন সেক্টরে সে বিষয়ে দক্ষ মানুষের প্রয়োজন আছে। বিশ্বের বিভিন্ন দক্ষ মানুষ যখন কাজ করতে আমেরিকায় পাড়ি দেবে তখন তা অবশ্যই আমেরিকার ইকোনমিক ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে ভূমিকা রাখবে। 

অনেক সময় দেখা যায়, অনেক দক্ষ কর্মী চাইলেও ভিসা পান না। সেজন্য আমেরিকান সরকার জব ভিসা পাওয়ার প্রক্রিয়াটিকে সহজ করার চেষ্টা চালাচ্ছেন। 

অবশ্য বাইডেন জানিয়েছেন, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছু সময় প্রয়োজন। তাই আগ্রহীরা আশা করতে পারেন ভবিষ্যতে আমেরিকার জব ভিসা পাওয়া আরও সহজ হবে৷ 

আমেরিকার মত একটি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট থাকা দরকার। 

আমেরিকা ভিসা ক্যাটাগরি

আমেরিকা যাওয়ার ভিসার প্রকারভেদ ও আমেরিকা ভিসা ক্যাটাগরি

আমেরিকা যাওয়ার জন্যে সবচেয়ে জনপ্রিয় ভিসা হচ্ছে H1B ভিসা। এর মাধ্যমে অনেক দক্ষ কর্মী কাজের সুযোগ পায়। তাছাড়া আছে H2A, H2B, H3, H4, L1 এবং L2. 

H1B সেক্টরের ভিসায় একটি ক্যাটাগরি আছে। যার মাধ্যমে ৬৫ হাজার কর্মী জব পেতে পারেন। এছাড়াও, ২০ হাজার অনার্স ও মাস্টার্স সম্পন্ন এডভান্সড লেভেলের কর্মীও এর মাধ্যমে নেয়া হয়। 

এই ভিসার সাহায্যে অনেক কর্মী স্থায়ীভাবে আমেরিকায় চাকরির সুযোগ পেয়ে থাকে। অনেকেই এই ভিসাতে আবেদন করতে গিয়ে দালালের পাল্লায় পরে নানা প্রতারণার শিকার হয়ে থাকেন। তাই খুব সাবধানতার সাথে এই ভিসায় এপ্লাই করা উচিত। এখানে আপনার এমপ্লয়ার আপনার সিভি আর অন্য কাগজ যাচাই করে। তারপর আমেরিকার লেবার মিনিস্ট্রি থেকে আপনার সিভির এপ্রুভাল নেয়া হয়। এখানে প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে যে আপনাকে নিয়োগ দেয়া হবে কিনা। প্রথম পর্যায়ে সিলেকশন হয়ে গেলে লটারি হয়। আর লটারির দ্বারাই ফাইনাল সিলেকশন হয়ে থাকে। 

আমেরিকা ভিসা ক্যাটাগরি ১

অন্যান্য জব ভিসা

H2A ভিসা ক্যাটাগরিতে দক্ষ ও অদক্ষ মৌসুমি কৃষিকর্মী নিয়োগ নেয়া হয়। 

H3 হচ্ছে শিক্ষানবিশদের জন্যে ভিসা

H4 ক্যাটাগরিতে কর্মী ওয়ার্ক পারমিট পেলে নিজের পরিবারের জন্যে ভিসার আবেদন করতে পারবেন। 

L1 ক্যাটাগরির ভিসায় আন্তর্জাতিক সংস্থার উচ্চপদে কর্মরত কেউ যদি ট্রান্সফার নিয়ে আমেরিকায় যেতে চায় সেক্ষেত্রে প্রয়োজনীয়। 

L2 ক্যাটাগরিতে L1 ক্যাটাগরির ভিসাধারীদের পরিবার আমেরিকায় যাওয়ার আবেদন করতে পারেন। 

আমেরিকায় কোন কাজের বেশি চাহিদা? 

আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, মেডিকেল সাইন্স, বিজনেস স্পেশালিষ্ট সহ আরও নানান সেক্টরে দক্ষ কর্মী নিয়োগ করা হয়। 

আশা করি আপনারা আজকের এই আলোচনা থেকে আমেরিকার জব ভিসা আর কাজের সুযোগ নিয়ে প্রাথমিক ধারণা পেয়েছেন। এরপরেও কোন জিজ্ঞাসা থাকলে তা কমেন্টে জানাতে ভুলবেন না।

আপনি কি জানেন? নারায়ণগঞ্জ কিসের জন্য বিখ্যাত

2 thoughts on “আমেরিকা ভিসা ক্যাটাগরি ও ভিসা পাওয়ার নিয়ম ২০২৪”

Leave a Comment