জেনে নিন বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং সেন্টার কোথায়

বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং সেন্টার কোথায়

জেনে নিন বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং সেন্টার কোথায়:

যে সকল অভিবাসী কাজের জন্য বিদেশে কিছুদিনের মধ্যে পাড়ি দিবেন তাদের অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন। এই প্রশিক্ষণের মাধ্যমে  বিমানবন্দরের নিয়ম-কানুন ভালোভাবে জানা যায়। বিদেশে কাজ করার জন্য অল্প সময়ের মধ্যে অনেক প্রস্তুতির প্রয়োজন হয়।

প্রথমবারের মতো বিমানবন্দরে যাওয়া, কীভাবে নির্বিঘ্নে বিদেশ যাওয়া যায়, বিদেশি যাত্রীদের নানা নার্ভাসনেস থাকে, কীভাবে বিদেশের অজানা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যায়, চাকরিদাতার সঙ্গে কীভাবে সুসম্পর্ক বজায় রাখা যায়, অসুবিধার সম্মুখীন হলে কোথায় সাহায্য নেওয়া যায় ইত্যাদি বিষয়ে ধারণা পাওয়া যায় প্রশিক্ষণের মাধ্যমে।

এই প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টারে যেতে হয় তবে অনেকে জানে না ট্রেনিং সেন্টারগুলো ঠিক কোথায় আছে। আজকের আর্টিকেলে আমি বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং সেন্টার কোথায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং সেন্টার কোথায়:

বাংলাদেশের প্রতিটা জেলায় বিদেশে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। কাজের ভিসায় বিদেশ ট্রাভেল  করার সময়, আপনাকে অবশ্যই TTC এর মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ ছাড়া দেশে নিবন্ধিত অনেক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।

আপনি যে ধরনের ভিসায় বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন তার উপর নির্ভর করে আপনাকে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। নিম্নে বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং সেন্টার কোথায় তার একটা তালিকা উপস্থাপন করা হলো।

ক্রমপ্রতিষ্ঠানের নামঅধ্যক্ষের নামঠিকানা
1বিআইএমটি, নারায়নগঞ্জজনাব শরিফা সুলতানা অধ্যক্ষবন্দর, নারায়নগঞ্জ
2আইএমটি, ফরিদপুরজনাব মোঃ খোরশেদ আলম অধ্যক্ষ (ভারপ্রাপ্তবেড়ী বাঁধ, চুনাঘাটা, ফরিদপুর সদর
3আইএমটি, বাগেরহাটজনাব মোঃ সিরাজুল ইসলামঅধ্যক্ষ (ভারপ্রাপ্ত)চিতটি, বৈটপুর (দড়াটানা ব্রীজের পূর্ব পার্শ্বে), বাগেরহাট সদর
4আইএমটি, সিরাজগঞ্জজনাব মোঃ জিয়াউল হকঅধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মুলীবাড়ী, সয়দাবাদ সিরাজগঞ্জ
5আইএমটি, মুন্সীগঞ্জজনাব মোঃ আকরাম আলী অধ্যক্ষবোরলিয়া, টংগীবাড়ী, মুন্সীগঞ্জ
6আইএমটি, চাঁদপুরজনাব মোঃ জয়নাল আবেদীনঅধ্যক্ষ (ভারপ্রাপ্ত)গাছতলা, ডাকাতিয়া নদী ব্রীজ, চাঁদপুর
7বাংলাদেশ-জার্মানটিটিসি, মিরপুর, ঢাকাজনাব রিনা আক্তার অধ্যক্ষমিরপুর-২, ঢাকা
8বাংলাদেশ-কোরিয়াটিটিসি, মিরপুর, ঢাকাপ্রকৌশলী মোঃ সাকাওয়াৎ আলীঅধ্যক্ষদারুস সালাম, মিরপুর,ঢাকা
9বাংলাদেশ-কোরিয়াটিটিসি, চট্টগ্রামজনাব মোঃ নজরুল ইসলাম অধ্যক্ষনাসিরাবাদ, চট্টগ্রাম
10টিটিসি, রাজশাহীজনাব মোঃ মাহাবুবুর রশীদ তালুকদার অধ্যক্ষসপুরা, রাজশাহী
11টিটিসি, ফরিদপুরজনাব মোঃ মিজানুর রহমান অধ্যক্ষশ্রীঅঙ্গন, ফরিদপুর
12টিটিসি, কুমিল্লাজনাব মোঃ নজরুল ইসলাম অধ্যক্ষকোটবাড়ী, কুমিল্লা
13টিটিসি, রাঙামাটি জনাব মোঃ ছানাউদ্দিন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)কলেজ গেইট, রাঙ্গামাটি
14টিটসি, খুলনাজনাব মোঃ মেহেদী হাসান অধ্যক্ষতেলিগাতি, খুলনা
15টিটিসি, ময়মনসিংহ জনাব গিয়াস উদ্দীন আহমেদমাসকান্দা, ময়মনসিংহ
16টিটিসি, বগুড়া অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মিজানুর রহমাননিশিন্দারা, শান্তাহাররোড, বগুড়া 
17টিটিসি, বরিশাল অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব আতা হিয়া বিন খুদাঅধ্যক্ষ (ভারপ্রাপ্ত)সি এন্ড বি, বরিশাল
18শেখ ফজিলাতুন্নেছা মুজির মহিলা টিটিসি, ঢাকামোসাঃ ফৌজিয়া শাহনাজ অধ্যক্ষদারুস সালাম, মিরপুর,ঢাকা
19টিটিসি, যশোরজনাব মোঃ রাশেদুল ইসলাম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)খুলনা বাসষ্ট্যান্ড সংলগ্ন, যশোর
20টিটিসি,পটুয়াখালী জনাব গোলাম কবির অধ্যক্ষপটুয়াখালী সদর, পটুয়াখালী
21টিটিসি, কুষ্টিয়া জনাব মোঃ আক্তারুজ্জামান অধ্যক্ষচৌড়হাস, বিসিক রোড, কুষ্টিয়া
22টিটিসি, পাবনাজনাব এস,এম,ইমদাদুল হক অধ্যক্ষলক্ষ্মীনাথপুর, পাবনা
23টিটিসি, টাংগাইলজনাব মোঃ কামরুজ্জামান অধ্যক্ষনগর জালফৈ, টাংগাইল
24টিটিসি, রংপুর অধ্যক্ষ জনাব মোঃ লুৎফর রহমান অধ্যক্ষতালুক ধম্মদাস, রংপুর
25টিটিসি, জামালপুরজনাব জাবেদ রহিম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)বেলটিয়া, জামালপুর
26টিটিসি, দিনাজপুর জনাব মোঃ মাসুদ রানা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মাতা সাগর, শেখপুরা, দিনাজপুর
27টিটিসি, সিলেটজনাব মোঃ ওয়ালী উল্লাহ মোল্লা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)আলমপুর, সিলেট
28টিটিসি, নোয়াখালী মোঃ মাহাতাব উদ্দিন পাটোয়ারীগাবুয়া,নোয়াখালী
29টিটিসি, বান্দরবান জনাব মোঃ সোহেল হোসেন অধ্যক্ষ (ভারপ্রাপ্তমেঘলা, বান্দরবান
30টিটিসি, লালমনিরহাটজনাব মোঃ মকছেদুল আলম অধ্যক্ষলালমনিরহাট সদর, লালমনিরহাট
31টিটিসি, ঠাকুরগাঁও জনাব মোঃ সাইদুল ইসলাম অধ্যক্ষঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও
32টিটিসি, চাপাইনবয়াবগঞ্জ জনাব মোঃ আবদুর রহিম অধ্যক্ষচাঁপাই নবাবগঞ্জ সদর,চাঁপাই নবাবগঞ্জ
33টিটিসি, খাগড়াছড়ি জনাব আহমেদ আল ইমরানঅধ্যক্ষ (ভারপ্রাপ্ত)গোলাবাড়ী, খাগড়াছড়ি
34টিটিসি, লক্ষ্মীপুর জনাব মির্জা ফিরোজ হাসানঅধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মাসিম নগর, লক্ষ্মীপুর
35টিটিসি, নরসিংদী জনাব মোঃ মাহতাব উদ্দিনঅধ্যক্ষশিবপুর, নরসিংদী
36টিটিসি, নাটোর জনাব গোলাম নবী অধ্যক্ষনলডাংগা, নাটোর
37মহিলা টিটিসি, খুলনাজনাব মোঃ রিয়াজ শরীফ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)তেলিগাতি, খুলনা
38মহিলা টিটিসি, বরিশাল জনাব সাজ্জাদ হোসেন ভূঁইয়া অধ্যক্ষসি এন্ড বি রোড, বরিশাল
39মহিলা টিটিসি, রাজশাহী জনাব মোঃ নাজমুল হক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)সপুরা, রাজশাহী
40মহিলা টিটিসি, চট্টগ্রাম জনাব বি,এম,শরিফুল ইসলাম অধ্যক্ষনাসিরাবাদ, চট্টগ্রাম
41মহিলা টিটিসি, সিলেট জনাব মোঃ আব্দুর রব অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)আলমপুর, সিলেট
42টিটিসি, কেরানীগঞ্জ জনাব মোঃ আসিফ আজিজঅধ্যক্ষ (ভারপ্রাপ্ত)হযরতপুর, কেরানীগঞ্জ, ঢাকা
43টিটিসি, ঝিনাইদহ জনাব মোঃ রুস্তম আলি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)আরপপুর (ক্যাডেট কলেজেরপাশে), ঝিনাইদহ
44টিটিসি, ব্রাহ্মণবাড়িয়াজনাব মোঃ আকতার হুসেনঅধ্যক্ষচিনাইর, ব্রাহ্মণবাড়িয়া সদর,ব্রাহ্মণবাড়িয়া
45শেরপুর টিটিসি, শেরপুর জনাব মোঃ শামসুর রহমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)গণপদ্দী, নকলা, শেরপুর
46টিটিসি, চুয়াডাঙ্গা জনাব কে, এম, মিজানুর রহমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)দর্শনারোড, ভিমরুলা, চুয়াডাঙ্গা
47টিটিসি, গোপালগঞ্জ জনাব ফরিদ আহমেদঅধ্যক্ষ (ভারপ্রাপ্ত)ঢাকা-খুলনা মহাসড়ক, ঘোনাপাড়া, গোপালগঞ্জ
48টিটিসি, নড়াইল জনাব মোঃ আব্দুল অহিদ মোড়ল অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)ডুমুরতলা, নড়াইল
49টিটিসি, ঝালকাঠি জনাব সাদেকা সুলতানা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)বিকনা, ঝালকাঠি
50টিটিসি, কুড়িগ্রাম জনাব মোঃ আইনুল হক অধ্যক্ষটেকনিক্যাল কলেজ মোড়, কুড়িগ্রাম সদর
51টিটিসি, নীলফামারীজনাব সুশান্ত কুমার রায় অধ্যক্ষ কুখাপাড়া, নীলফামারী
52টিটিসি, রাজবাড়ীজনাব কাজী বরকতুল ইসলামঅধ্যক্ষআহ্লাদিপুর, রাজবাড়ী
53টিটিসি, ভোলাজনাব মোয়াজ্জেম হোসেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)জয়নগর, বাংলাবাজার ভোলা
54টিটিসি, পঞ্চগড় জনাব মোঃ আবদুল হালিমঅধ্যক্ষ (ভারপ্রাপ্ত)বাগানবাড়ী, মিরগর রোড, পঞ্চগড় 
55টিটিসি, জয়পুরহাটজনাব মোঃ সেফাউল করিমঅধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হানাইল, জয়পুরহাট
56টিটিসি, পিরোজপুর জনাব মাহমুদ হোসেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)বাইপাস মুক্তারকাঠি, পিরোজপুর
57টিটিসি, কিশোরগঞ্জ জনাব মুহাম্মদ হারুন আল মামুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)কাটাবাড়িয়া, কিশোরগঞ্জ
58টিটিসি, মানিকগঞ্জ জনাব নূর অতএব আহম্মদ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)পশ্চিম বান্দুটিয়া, মানিকগঞ্জ
59টিটিসি, বরগুনা জনাব মোঃ দিদার হোসেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)পুলিশ লাইন রোড, বরগুনা
60টিটিসি, মাগুরাজনাব আরিফ হোসেন তালুকদার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মাগুরা
61টিটিসি, গাইবান্ধা জনাব মোঃ আতিকুর রহমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)খোলাহাটী, গাইবান্ধা সদর,গাইবান্ধা
62টিটিসি, সাতক্ষীরা জনাব মোঃ মোছাব্বেরুজ্জামানঅধ্যক্ষ (ভারপ্রাপ্ত)বিনেরপোতা, সাতক্ষীরা
63টিটিসি, মৌলভীবাজার জনাব শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মৌলভীবাজার
64টিটিসি, শরীয়তপুরজনাব স.ম. জাহাঙ্গীর আখতারঅধ্যক্ষ (ভারপ্রাপ্ত)শরীয়তপুর
65টিটিসি, নওগাঁ জনাব মোঃ ওহিদুল ইসলামঅধ্যক্ষ (ভারপ্রাপ্ত)নওগাঁ
66টিটিসি, নেত্রকোনা জনাব পীযূষ কান্তি সরকারঅধ্যক্ষ (ভারপ্রাপ্ত)নেত্রকোনা
67টিটিসি, মেহেরপুরজনাব মোঃ শহীদুল ইসলামমেহেরপুর
68টিটিসি, মাদারীপুর জনাব মোঃ মোস্তাফিজুর রহমানমাদারীপুরমাদারীপুর

বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং করতে কি কি লাগে

বিদেশে যাওয়ার জন্য যে প্রশিক্ষণ করা হয় তার জন্য বেশকিছু নথিপত্র লাগে। বিদেশে কাজে যাওয়ার জন্য ৩ দিনের বাধ্যতামূলক প্রশিক্ষণ প্রয়োজন হবে। এই প্রশিক্ষণ গ্রহণ করার জন্য, প্রথমে আপনাকে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে, অথবা আপনি যদি চান, আপনি আপনার অঞ্চলের সরকারি কারিগরি বিদেশী প্রশিক্ষণ কেন্দ্রে যেতে পারেন এবং নিজে থেকে আবেদন করতে পারেন। বিদেশী প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলির মধ্যে রয়েছে:

  • পাসপোর্টের কপি
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • সদ্য তোলা দুই কপি ছবি
  • ভিসার ফটোকপি যদি প্রয়োজন হয়।

ভিসা পাওয়ার আগেই মূলত ৩ দিনের প্রশিক্ষণ করা যায়। যদি ভিসা পাওয়ার আগে প্রশিক্ষণ শেষ করতে চান তাহলে আপনার পাসপোর্টে ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি রঙিন ছবি নিয়ে প্রশিক্ষণের জন্য আবেদন করতে হবে।

বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং সেন্টার কোথায়

বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং কেন করবেন

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বিদেশ যেতে ট্রেনিং দরকার কেন? আপনি বিদেশে যে কাজটি করবেন সে সম্পর্কে ভাল ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার জন্য অন্য দেশের সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেওয়া সহজ করে তুলবে। বাংলাদেশের বিভিন্ন জেলায় সরকারি কারিগরি প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ নেওয়া উচিত।

বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং ফি কত

বিদেশে যাওয়ার জন্য ৩ দিনের যে প্রশিক্ষণ দেওয়া হয় তার জন্য রেজিষ্ট্রেশন ফ দেওয়া লাগে। বিদেশে যাওয়ার জন্য প্রশিক্ষণ ফি ২০০ টাকা। এই ফি রেজিষ্ট্রেশনের সময় প্রয়োজনীয় নথিপত্রের সাথে জমা দিতে হয়।

শেষ কথা

উপরিউক্ত আলোচনায় আমরা বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং সেন্টার কোথায় সেই তালিকা উপস্থাপন করেছি। এছাড়া প্রশিক্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। উপরিউক্ত আর্টিকেল থেকে আপনি উপকৃত হলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যদি কোন প্রশ্ন থেকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *