জেনে নিন ঢাকার কোথায় কোথায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে

ঢাকার কোথায় কোথায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে

ঢাকার কোথায় কোথায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে

তরুণরা যে কোনো দেশের জন্য একটি মূল্যবান সম্পদ। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি অনেকাংশে  যুবকদের সক্রিয় অংশগ্রহণের উপর নির্ভর করে, কারণ একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ তাদের মেধা, সৃজনশীলতা, সাহস এবং প্রতিভা দিয়ে তৈরি হয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার, ও সিদ্ধান্ত গ্রহণকারী। জনসংখ্যার সবচেয়ে সক্রিয় এবং উৎপাদনশীল অংশ হল যুব গোষ্ঠী, জাতীয় যুব নীতি অনুসারে, বাংলাদেশের জনসংখ্যা ১৮-৩৫ বছর বয়সী যুবক হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, এবং এই বয়সের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ। যা প্রায় ৫০ মিলিয়ন।

তাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে এই অসংগঠিত, চাকরিপ্রার্থী এবং অনুৎপাদনশীল যুব সম্প্রদায়কে একটি সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনশীল শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ঢাকার কোথায় কোথায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলো নিবার্চন করা।

ঢাকা জেলায় অবস্থিত যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রর তালিকা

নংপ্রশিক্ষণ কেন্দ্রের নাম ও ঠিকানাট্রেড সমূহের নামকর্মকর্তার নাম ও ফোন নম্বর
1কেন্দ্রের নামঃআঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রঠিকানাঃ পশ্চিম ব্যাংক টাউন , সাভার, ঢাকাযানবাহন চালনা প্রশিক্ষণযানবাহন চালনা (ড্রাইভিং) প্রশিক্ষণমোবাইল : 01688309775
2নামঃযুব প্রশিক্ষন কেন্দ্রঅবস্থানঃ  সাভার, ঢাকাখ) গবাদি পশু, হাসমুরগী পালন, প্রথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ(আবাসিক মো: আবুল কাসেম, কো-অডিনেটরমোবাইল . 01720180484
3নামঃ শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটঅবস্থানঃ সাভার, ঢাকাক) কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশনসুকুমার চন্দ্র শীল, প্রশিক্ষক (কম্পিউটার)মোবা – 01819944834E-mail: sukumarbd1212@gamil.com
4নামঃ সেগুন বাগিচাঅবস্থানঃ২৪/ডি, তোপখানা রোড, সেগুন বাগিচা, ঢাকাক) মর্ডান অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপিস্নকেশনখ) কম্পিউটার (আরবী)গ) আরবী ভাষা কথোপকথন শিক্ষা১। ড: সাইদুর রহমান, সিনি: প্রশিক্ষকমোবা – ০১৭১১৫২৬৪২৭২। মাহবুব চৌধুরী সিনি: প্রশিক্ষকমোবাইল ০১৬৭৫২১৬৩৯২২। মো: আনোয়ার পাশা খাঁন, সিনি: প্রশিক্ষকমোবা -০১৬৮৪১৫২৪৯০
5নামঃ গেন্ডারিয়া অবস্থানঃ ২১/১ ডিস্ট্রিলারী রোড, গেন্ডারিয়া ঢাকাক) পোশাক তৈরিখ) ব্লক,বাটিক ও স্ক্রীন প্রিন্টিং১। সানোয়ারা বেগম সিনি: প্রশিক্ষক (ব্লক এবং বাটিক এর প্রশিক্ষক)মোবা -০১৭১৫৭৫২৮০৯২। আয়েশা আক্তার প্রশিক্ষক (পোশাক)মোবা – ০১৭১৫২০০৮৩৮৩। নাসরিন আহমেদ  প্রশিক্ষক (পোশাক)মোবা – ০১৭৬১১৪৭৩৭৫
6নামঃ যাত্রাবাড়ীঅবস্থানঃ ২৪৯/২ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকাক) মর্ডান অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপিস্নকেশন১।  উম্মে হাবিবা   সিনি: প্রশিক্ষকমোবা – ০১৯১৪৬৩২৪০৯
7নামঃ উপ-পরিচালকের কার্যালয়অবস্থানঃ ১২, গজনবী রোড,মোহাম্মদপুর,ঢাকাঢাকা জেলা১)কম্পিউটার বেসিক আইসিটি এপ্লিকেশন২) কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন ৩) ইলেকট্রনিক্স৪) ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং৫) আর/এসি৬) পোশাক তৈরী৭) মৎস্য চাষ১) শাম্মী সুলতানা (প্রশিক্ষক কম্পিউটার) মোবা –  ০১৭১২১৮৩৯৬৩২)মো: আব্দুল বারী মন্ডল সহ: প্রশিক্ষক(কম্পিউটার)মোবা- ০১৯১৬৮১৮৯৭৫৩) ফরিদা আক্তার প্রশিক্ষক(কম্পিউটার)মোবা -০১৮১৯৫১৮৯০৩খাঁন মো: মনোয়ার হোসেনপ্রশিক্ষক(ইলেকট্রনিক্স)মোবাইল: ০১৯১৬২৩৮৫০৮মো:আমির হোসেন,(প্রশিক্ষক)ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিংমোবাইল ০১৭৯০২৫২৬৪৪ 
8নামঃ মিরপুর অবস্থদনঃ ২৩/এ এভিনিউ, ব্লক এইচ, সেশন -২ মিরপুর, ঢাকাক) পোশাক তৈরি  খ) ব্লক,বাটিক ও স্ক্রীন প্রিন্টিং গ)ফ্যাশন ডিজাইনঘ) কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশনঙ) কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন চ) ইলেকট্রনিক্সছ) ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং,জ) আর/এসি১। হেলেনা আফরোজ  সিনি: প্রশিক্ষক (ব্লক ও বাটিক) মোবা – ০১৭১৬৫০৬৪০৪২। রুমিয়া খানম, প্রশিক্ষক (পোশাক)মোবা – ০১৭৩৬৮৫৭৫৩২৩। তাহেরা (পোশাক) মোবা -০১৭১২৫০৬৬৩৭রোকেয়া আক্তার  মোবাইল ০১৭১২৯৩৫২৩৩
9নামঃ মোহাম্মদপুরঅবস্থানঃ ১/৭ তাজমহল রোড , মোহাম্মদপুর, ঢাকাখ) ব্লক,বাটিক ও স্ক্রীন প্রিন্টিংগ)ফ্যাশন ডিজাইন১। দেওয়ান ফাতেমা নার্গিস, সিনি:প্রশি:(ব্লক এবং বাটিক এর প্রশিক্ষক)মোবা – ০১৭১৩২০১০২৮
10নামঃ পল্টন(বিজয় নগর) অবস্থানঃ শাহানশাহ  কমপ্লেক্স, ১৬৯ সৈয়দ নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০ক) কম্পিউটার বেসিক এন্ড   আইসিটি এপ্লিকেশনখ) পোশাক তৈরি১)  তোফায়েল আহাম্মেদ , প্রশিক্ষক (কম্পিউটার)মোবা: ০১৭১২০৩২৮৯৪
১। দেলোআরা বেগম, প্রশিক্ষক (পোশাক)মোবা – ০১৭১৬১৮৪৫৯১,০১৫৫৮১৭২৮৩০
11নামঃ গোপীবাগঅবস্থানঃ ১৪ নং গোপীবাগ, ২য় লেন ঢাকাক) পোশাক তৈরি খ) ব্লক, বাটিক ও স্ক্রীন প্রিন্টিং১। নাজনিন সফি সিনি: প্রশিক্ষক (ব্লক এবং বাটিক এর প্রশিক্ষক)মোবা – ০১৭২৬৭২৭৫০৫২। পারভীন বেগম, প্রশিক্ষক (পোশাক)মোবা -০১৯১৭২৬৬৯৪০
12নামঃ খিলগাঁও অবস্থানঃ ২৮৭/১২-সি (সবুজ মতি ভবন)খিলগাঁও ঢাকাক) পোশাক তৈরি  খ) ব্লক, বাটিক ও স্ক্রীন প্রিন্টিংগ)ফ্যাশন ডিজাইনঘ) কম্পিউটার (বেসিক কোর্স)২। শামিম আরা বেগম, প্রশিক্ষক (পোশাক)মোবা -০১৯১৬১৫২০৪৭৩। জুয়েনা ফেরদৌসি, প্রশিক্ষক            (কম্পিউটার)মোবা – ০১৭১৪৪৪৯৩৭০ 

যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্দেশ্যাবলী

  • দেশের উন্নয়ন প্রক্রিয়ার সকল পর্যায়ে প্রণোদনা, প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত করা।
  • বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে সম্প্রদায়ের উন্নয়নে সহায়তা করার জন্য বিভিন্ন উদ্যোগের যুবকদের সংগঠিত করা।
  • স্থানীয় পর্যায়ে তরুনদের সংগঠনের সংখ্যা দিনেদিনে বৃদ্ধি করা এবং অংশগ্রহণমূলক উন্নয়ন প্রক্রিয়ায় তাদের যোগদান নিশ্চিত করা।
  • আর্থ-সামাজিক কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করা যেমন গণশিক্ষা কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিবেশ উন্নয়ন, সম্পদ সংরক্ষণ ইত্যাদি এবং অসামাজিক কার্যকলাপ, মাদকের অপব্যবহার, এইচআইভি/এইডস এবং এসটিডি সম্পর্কে সচেতনতা তৈরি করা।
  • যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্ব-কর্মসংস্থান ও ক্ষুদ্রঋণ সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাতে যুবকদের আত্ম-কর্মসংস্থান কর্মসূচি প্রতিষ্ঠা করা যায় এবং যুবকদের ক্ষমতায়ন করা যায়, যাতে তারা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।

কাদের জন্য যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র 

বাংলাদেশের যুব উন্নয়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের পরিচালক এইচ এম জিল্লুর রহমান বলেন, ১৮ থেকে ৩৫ বছর বয়সী যে কোনো নারী বা পুরুষ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। তবে এর জন্য নিজেকে প্রতিষ্ঠিত করে তোলার ইচ্ছা থাকতে হবে। যারা প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর হতে আগ্রহী তারা তাদের পছন্দের কোর্সে ভর্তি হতে পারেন। শিক্ষিত ও বেকার যুবকেরা প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানে পরিণত হতে পারে। এই কোর্সগুলি স্ব-কর্মসংস্থান দক্ষতা উন্নত করতেও সাহায্য করে।

ঢাকার কোথায় কোথায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে

যুব উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তির যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা কোর্স ভেদে পরিবর্তিত হয়। কম্পিউটার, বাটিক, ইলেকট্রিক্যাল, মোবাইল রক্ষণাবেক্ষণ, রেফ্রিজারেশন, ইলেকট্রনিক্স কোর্স, মডার্ন অফিস ম্যানেজমেন্ট এবং কম্পিউটার কোর্স  ভর্তির যোগ্যতা অষ্টম শ্রেণি থেকে এইচএসসি। প্রতিটি ব্যাচ ৩০ থেকে ৫০ জন প্রার্থীকে ভর্তি করে। কোর্সের শুরুতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করে ভর্তির সময়সূচীও পাওয়া যায়। ভর্তি নির্বাচন সাধারণত একটি সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে করা হয়।

উপসংহার 

অধিক বেকারত্ব দূরীকরণ এবং যুব সমাজের আত্মনির্ভরশীল করে তোলার জন্য যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রশিক্ষণ গ্রহণ শেষে তরুণরা উদ্যোগী হয়ে কাজ করতে পারে এছাড়া তাদের জন্য বিভিন্ন ধরনের চাকরির সুবিধা ও আছে। উপরিউক্ত আলোচনায় আমি ঢাকার কোথায় কোথায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে তার তালিকা উপস্থাপন করেছি। আশা করি আপনারা এই আর্টিকেলটি থেকে উপকৃত হবেন। ধন্যবাদ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *